সৈয়দপুরে ছেলেধরা সন্দেহে চারজনকে গণপিটুনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ২২ জুলাই ২০১৯

নীলফামারীর সৈয়দপুরে ছেলেধরা সন্দেহে এক নারীসহ চারজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল রোববার রাতে শহরের বিভিন্ন এলাকায় সন্দেহজনক ঘুরাফেরা করায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- দিনাজপুরের আব্দুল মালেক (৫০), গাইবান্ধার আব্দুল গফুর (৫৬), নীলফামারীর হেলাল হোসেন (৪০) ও বরিশালের মেরিনা খাতুন (৪০)।

আটকরা সবাই মানসিক ভারসাম্যহীন উল্লেখ করে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, উদ্দেশ্যহীন ও সন্দেহজনকভাবে ঘুরাফেরা করায় তাদের স্থানীয় জনতা আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে জনরোষ থেকে তাদের উদ্ধার করে স্বজনদের ডেকে তাদের হাতে তুলে দেয়।

জাহিদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।