শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রে ৫০০০ কোটি ডলার বিনিয়োগ করবে সুইস কোম্পানি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:২১ পিএম, ২২ এপ্রিল ২০২৫
বিশ্বের অন্যতম বৃহৎ ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান রোশ। ছবি: রোশের ফেসবুক পেজ

যুক্তরাষ্ট্রে সম্ভাব্য শুল্ক এড়াতে এবং অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে আগামী পাঁচ বছরে ৫০ বিলিয়ন (পাঁচ হাজার কোটি) মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ডের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রোশ। এই বিনিয়োগের ফলে দেশটিতে ১২ হাজারের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) কোম্পানিটি জানায়, নতুন কর্মসংস্থানের মধ্যে প্রায় ৬ হাজার ৫০০ পদ থাকবে নির্মাণ খাতে এবং এক হাজার পদ সৃষ্টি হবে নতুন ও সম্প্রসারিত বিভিন্ন সুবিধা কেন্দ্রে। এর মধ্যে ইন্ডিয়ানা, কেন্টাকি, নিউ জার্সি ও ক্যালিফোর্নিয়ায় কোম্পানির উৎপাদন ও বিতরণ কেন্দ্র সম্প্রসারণের কাজ চলবে।

আরও পড়ুন>>

নতুন প্রকল্প হিসেবে ওজন কমানোর ওষুধ তৈরির একটি কারখানা এবং ইন্ডিয়ানায় ধারাবাহিক গ্লুকোজ পর্যবেক্ষণ প্রযুক্তির জন্য একটি নতুন প্ল্যান্ট নির্মাণের কথাও জানায় রোশ।

রোশের প্রধান নির্বাহী থমাস শিনেকার বলেন, আগামী পাঁচ বছরে আমাদের এই ৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ উদ্ভাবন ও প্রবৃদ্ধির নতুন যুগের ভিত্তি তৈরি করবে, যা যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের রোগীদের উপকারে আসবে।

রোশ জানায়, নতুন সুবিধাগুলো চালু হলে যুক্তরাষ্ট্র থেকেই তারা বিশ্ববাজারে যে পরিমাণ ওষুধ রপ্তানি করবে, তা আমদানি করা ওষুধের তুলনায় বেশি হবে। ২০২৪ সালে কোম্পানিটির মোট বিক্রির প্রায় ৪৮ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এর বড় একটি অংশই ছিল অ্যাজমা ও ফুড অ্যালার্জির ওষুধ এবং মাল্টিপল স্ক্লেরোসিসের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ থেকে।

এই বিনিয়োগ সুইস প্রেসিডেন্ট কারিন কেলার সুটারের জন্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি এ সপ্তাহেই ওয়াশিংটনে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সুইস রপ্তানির ওপর সম্ভাব্য ৩১ শতাংশ শুল্ক।

রোশের এক মুখপাত্র বলেন, এই বিনিয়োগ সুইস সরকারের সঙ্গে সমন্বিতভাবে করা হয়েছে এবং এটি যুক্তরাষ্ট্র-সুইজারল্যান্ড আলোচনার অংশ।

এ মাসের শুরুতে আরেক সুইস ওষুধপ্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভারটিস জানায়, তারা যুক্তরাষ্ট্রে ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এর পাশাপাশি এলি লিলি এবং জনসন অ্যান্ড জনসনও সম্প্রতি উল্লেখযোগ্য বিনিয়োগ ঘোষণা করেছে।

সূত্র: রয়টার্স
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।