ঘূর্ণিঝড় সিত্রাং

পটুয়াখালীতে টর্চ-মোবাইলফোনের আলোয় অস্ত্রোপচার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২৫ অক্টোবর ২০২২

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বিদ্যুৎ না থাকায় টর্চ ও মোবাইলফোনের আলোতে এক রোগীর সফল অস্ত্রোপচার করেছেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের একদল চিকিৎসক।

সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডের অপারেশন থিয়েটারে জরুরি ভিত্তিতে ওই অস্ত্রোপচার করা হয়।

পরে ওই অস্ত্রোপচারের সময়কার একটি ছবি ফেসবুকে আপলোড করা হলে তা ভাইরাল হয়ে যায়। এর পর থেকে অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিৎসকরা প্রশংসায় ভাসছেন।

জানা যায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার দুপুরে পটুয়াখালীতে বিদ্যুৎ ছিল না। এছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেটরও বিকল হয়ে রয়েছে। এমন মুহূর্তে সেখানে ডা. জাকিয়া সুলতানা, ডা. তানিয়া আফরোজ, ডা. হাবিবুর রহমানসহ ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের উপস্থিতে এক প্রসূতির জরায়ুর জটিল অস্ত্রোপচার করা হয়। তাত্ক্ষণিকভাবে ওই অপারেশন করা না হলে রোগীকে বাঁচানো সম্ভব হতো না।

এ বিষয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা বলেন, ওই নারীর গর্ভনালী ফেটে গিয়ে পেটের মধ্যে ব্লিডিং হচ্ছিল এবং তিনি শকে চলি গিয়েছিলেন৷ এ কারণেই দ্রুত অপারেশন করা।

বিদ্যুৎ না থাকার পরেও চ্যালেঞ্জ নিয়ে অস্ত্রোপচারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাস্তবতা হচ্ছে জীবন বাঁচাতে কোনো সংকটই বাধা হতে পারে না। আমরা প্রতিনিয়ত এভাবেই কাজ করে যাচ্ছি।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. আবদুল মতিন বলেন, নানা সংকটের মধ্যেও হাসপাতালে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা থাকে, এটা তারই একটি নিদর্শন। হাসপাতালের জন্য জেনারেটর চেয়ে আবেদন করা হয়েছে এ বিষয়ে চিঠি চালাচালি চলছে।

আব্দুস সালাম আরিফ/এমআরআর/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।