পরীমনিকে ডিবি কার্যালয়ে তলব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১৫ জুন ২০২১

ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনিকে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে কথা বলার জন্য ডাকা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে তাকে ডাকা হয়েছে বলে পরীমনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে বলেন, ‘মামলার বাদী হিসেবে আমাকে ডাকা হয়েছে।’

দুপুর আড়াইটা পর্যন্ত নিজ বাসায়ই রয়েছেন পরী। ধারণা করা হচ্ছে বিকেল ৪টা নাগাদ তিনি ডিবি কার্যালয়ে যাবেন।

পরী বলেন, ‘পুলিশ আমার বক্তব্য শুনতে চায়। সেজন্য তলব করেছে। আজ দুপুরের পর সুবিধাজনক যে কোনো সময় আমাকে যেতে বলা হয়েছে।’

ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমানও পরিমনিকে ডিবিতে ডাকার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মামলার বাদী হিসেবে পরীমনিকে ডাকা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা তার বক্তব্য শুনবেন। এছাড়া মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে সে বিষয় নিয়েও পরীমনির সঙ্গে কথা বলা হবে।’

এদিকে গত রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন এই অভিনেত্রী। এসময় স্ট্যাটাসে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে তার সহায়তা চেয়েছেন।

সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সাভার থানায় একটি মামলা হয়। গতকাল গ্রেফতার হন মূল অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজন। ওই সময় গ্রেফতারদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়।

পরে তাদের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় মাদক মামলাও করা হয়।

এলএ/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।