ঘূর্ণিঝড়ে বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে যেসব বিষয় জানা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ২৭ মে ২০২৪

শক্তিশালী ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগে বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে জন সাধারণকে বেশ কিছু পরামর্শ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

সোমবার (২৭ মে) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজের এক পোস্টে দুর্ঘটনা এড়াতে কিছু পরামর্শ দেওয়া হয়।

এতে বলা হয়,

• কোনো ছেঁড়া তার চোখে পড়লে কেউ স্পর্শ করবেন না, তাৎক্ষণিক নিকটবর্তী বিদ্যুৎ অফিসকে জানান।

• বিদ্যুৎলাইনের ওপর গাছ বা গাছের ডাল পালা বা অন্য কোনো বস্তু দৃষ্টিগোচর হলে বিদ্যুৎ অফিসে জানান। (বিদ্যুৎ বিলের কাগজের পেছনে সব অভিযোগ কেন্দ্রগুলোর মোবাইল নম্বর দেওয়া আছে)।

• ঝড়, বৃষ্টি, বজ্রপাত বা যে কোনো সময় বৈদ্যুতিক খুঁটি বা টানা তারে হাত দেবেন না।

• মিটারের কভার তার আপনার টিনের চালে লেগে কেটে গিয়ে থাকলে অফিসে খবর দিন, নিজে হাত দেবেন না। কোনো কভার তারে কাপড় শুকাতে দেবেন না।

• প্রাকৃতিক দুর্যোগে আমরা সবাই স্বেচ্ছাসেবক, যে কোনো কাজে বিদ্যুৎকর্মী সহযোগিতা চাইলে সহযোগিতা করতে চেষ্টা করুন।

এছাড়া বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সেন্ট্রাল কন্ট্রোল রুমের নম্বর ০১৭৯২-৬২৩৪৬৭, ০২-৮৯০০৫৭৫, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বরিশাল অঞ্চলের ০১৭১৩-৮৫০২১৮, খুলনা অঞ্চলের ০১৭১৩-৮৫০২১১, পটুয়াখালী অঞ্চলের ০১৭১৩-৮৫০২১৯ এই নম্বরগুলো সার্বক্ষণিক খোলা থাকবে বলেও জানানো হয়।

এনএস/এসএনআর/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।