ঘূর্ণিঝড় রিমাল
আরও তিন উপজেলায় নির্বাচন স্থগিত
ফাইল ছবি
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নতুন করে আরও নতুন তিন উপজেলায় নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি।
মঙ্গলবার (২৮ মে) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।
নির্বাচন স্থগিত হওয়া উপজেলাগুলো হলো- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা, কচুয়া উপজেলা, ও নেত্রকোনা খালিয়াজুরী উপজেলা। এর আগে গতকাল ১৯ উপজেলায় নির্বাচন স্থগিত করার নির্দেশ দেয় সংস্থাটি।
ইসি জানায়, তৃতীয়ধাপের নির্বাচনে মোট ১১২টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। মামলা জটিলতা ও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এখন পর্যন্ত ২৫ উপজেলায় নির্বাচন স্থগিত হয়েছে। সেই হিসেবে আগামীকাল ৮৭ উপজেলায় ভোটগ্রহণ হবে।
এমওএস/জেএইচ/জেআইএম