ঘূর্ণিঝড় রিমাল

আরও তিন উপজেলায় নির্বাচন স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৬ পিএম, ২৮ মে ২০২৪
ফাইল ছবি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নতুন করে আরও নতুন তিন উপজেলায় নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি।

মঙ্গলবার (২৮ মে) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।

নির্বাচন স্থগিত হওয়া উপজেলাগুলো হলো- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা, কচুয়া উপজেলা, ও নেত্রকোনা খালিয়াজুরী উপজেলা। এর আগে গতকাল ১৯ উপজেলায় নির্বাচন স্থগিত করার নির্দেশ দেয় সংস্থাটি।

ইসি জানায়, তৃতীয়ধাপের নির্বাচনে মোট ১১২টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। মামলা জটিলতা ও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এখন পর্যন্ত ২৫ উপজেলায় নির্বাচন স্থগিত হয়েছে। সেই হিসেবে আগামীকাল ৮৭ উপজেলায় ভোটগ্রহণ হবে।

এমওএস/জেএইচ/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।