ঘূর্ণিঝড় রিমাল

বরিশাল বিমানবন্দরে সব ফ্লাইট ওঠানামা বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৬ মে ২০২৪
ফাইল ছবি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বরিশালে বৃষ্টি ও বাতাসের তীব্রতা বেড়েছে। এ পরিস্থিতিতে বরিশাল বিমানবন্দর থেকে সব ফ্লাইট ওঠানামা বন্ধ করেছে কর্তৃপক্ষ।

রোববার (২৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিমান বন্দরের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম।

তিনি জানান, সকালে একটি ফ্লাইট ছিল। আবহাওয়া অনুকূলে না থাকায় সেটি বাতিল করা হয়েছে। এছাড়া বিমানবন্দরে সব বিমান ওঠানামাও স্থগিত করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চালু করা হবে।

বরিশাল বিভাগীয় আবহাওয়া ও বেলুন স্টেশনের উচ্চ পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস জানান, পায়রা সমুদ্র বন্দর থেকে ২৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় রিমাল। ইতোমধ্যে বৃষ্টি ও বাতাসের তীব্রতা বেড়েছে। জানানো হয়েছে ১০ নম্বর মহাবিপৎসংকেত।

শাওন খান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।