ঘূর্ণিঝড় রিমালে দক্ষিণ সিটিতে ৯৪ বড় গাছ উপড়ে পড়েছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ২৮ মে ২০২৪

ঘূর্ণিঝড় রিমালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৯৪টি বড় গাছ উপড়ে পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ঝড়ের পর অধিকাংশ গাছ কেটে সড়ক থেকে অপসারণ করা হয়েছে। বাকিগুলো অপসারণের কাজ চলছে।

মঙ্গলবার (২৮ মে) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়, ঘূর্ণিঝড় রিমালে জলাবদ্ধতা ও জলজট নিরসনে ৯১টি দল মাঠে কাজ করেছে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ২ হাজার ৫০০ জন পরিচ্ছন্নতাকর্মী নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছেন।

নগর ভবনে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে আজ বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ১২০টি ফোন কল এসেছে। এর মধ্যে অতিবৃষ্টিজনিত জলজট সংক্রান্ত ফোনকলের সংখ্যা ৭৮টি। ওইসব স্থানে করপোরেশনের লোকবল কাজ করছে। এছাড়াও ৪২টি ফোন কল ছিল ঝড়ে গাছ পড়ে যাওয়া সংক্রান্ত।

এছাড়া ঝড়ে মোট ৬টি ‘সড়কবাতি পোল’ পড়ে গেছে। সেসব পোল প্রতিস্থাপন ও মেরামত প্রক্রিয়াধীন।

এমএমএ/এমআরএম/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।