সাতক্ষীরায় রিফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ২৯ জুন ২০১৯

বরগুনায় প্রকাশ্য দিবালোকে মধ্যযুগীয় বর্বর কায়দায় স্ত্রীর সামনে যুবক রিফাত শরীফকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা নাগরিক কমিটি।

সংগঠনের আহ্বায়ক মো. আনিসুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী ও এম কামরুজ্জামান, প্রফেসর আব্দুল হামিদ, অধ্যক্ষ আশেক-ই এলাহী, বাসদ নেতা অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, সিপিবি নেতা কমরেড আবুল হোসেন, মাধব চন্দ্র দত্ত, আলী নুর খান বাবলু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রাণ দত্ত্ব দাস, অ্যাড. আবুল কালাম আজাদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের সরদার কাজেম আলী, অ্যাড. মনির উদ্দিন, অ্যাড. এবিএম সেলিম, অ্যাড. কাজী আব্দুল্লাহ আল হাবিব, এসএম রফিকুল ইসলাম, অ্যাড. অনিত মুখার্জী, মকবুল হোসেন, সাংস্কৃতিক কর্মী চৈতালী মুখার্জী, সুমন মুখার্জী, সাংবাদিক এম জিল্লুর রহমান, শেখ মাসুদ হোসেন, মনিরুজ্জামান জোয়ার্দ্দার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বরগুনার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও ভবিষ্যতে এ ধরনের নৃশংসতারোধে পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আকরামুল ইসলাম/এমএমজেড/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।