সীতাকুণ্ডে বিস্ফোরণে ফেসবুক লাইভ, হাসপাতালে মিললো মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০১:৩১ পিএম, ০৫ জুন ২০২২
লাইভ চলাকালে বিস্ফোরণে প্রাণ হারান অলিউর রহমান

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করছিলেন অলিউর রহমান (২২) নামের এক তরুণ। এ সময় হঠাৎ বিস্ফোরণে প্রাণ হারান তিনি। বন্ধ হয়ে যায় তার লাইভও।

রোববার (৫ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অলিউরের মরদেহ পাওয়া যায় বলে জাগো নিউজকে জানিয়েছেন তার বাবা আশিক আলী। তাদের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্রামে। অলিউর বিএম কনটেইনার ডিপোতে শ্রমিকের কাজ করতেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে হঠাৎ আগুনের ঘটনা ঘটে। এ সময় লাইভ থেকে সবাইকে আগুনের খবর দিচ্ছিলেন অলিউর। হঠাৎ অনেক শব্দে বিস্ফোরণ হলে হাতের মোবাইল ছিটকে যায় অলিউরের। তারপর চারদিকের আহাজারি, চিৎকার শোনার কিছু সময় পর লাইভও বন্ধ হয়ে যায়। অলিউর রহমান কোথায় কী অবস্থায় আছে প্রথমে তা জানা যায়নি। পরে রোববার সকালে হাসপাতালে মরদেহের মিছিলে অলিউরকে শনাক্ত করা হয়।

অলিউর রহমানের বাবা আশিক আলী বলেন, আমরা তার মৃত্যুর খবর পেয়েছি। অলিউর হাসপাতালে নেওয়ার পর মারা যায়। আমরা মরদেহ আনার জন‍্য রওয়ানা দিয়েছি।

বিষয়টি নিয়ে কথা হলে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় জাগো নিউজকে বলেন, ‘এ নিয়ে আমার কাছে কোনো খবর নেই। খোঁজ নিয়ে বিস্তারিত জানবো।’

আব্দুল আজিজ/এসজে/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।