আহতদের চিকিৎসায় ৫ লাখ টাকা দিলো মানাহিল ফাউন্ডেশন-ভিআইপি টাওয়ার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৭ জুন ২০২২
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের হাতে তুলে দেওয়া হচ্ছে অনুদানের টাকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে আহতদের চিকিৎসায় নগদ পাঁচ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও ভিআইপি টাওয়ারের পক্ষ থেকে দেওয়া হয় এই অনুদান।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম হাসানের হাতে এই অর্থ তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দিন জমির ও ভিআইপি টাওয়ারের স্বত্বাধিকারী আবুল হোসেন।

এই সহায়তার মধ্যে আল মানাহিল ফাউন্ডেশন তিন লাখ ও ভিআইপি টাওয়ার দিয়েছে দুই লাখ টাকা।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএমএ সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, মো. আলমগীর, ফরিদ উদ্দিন, শিহাব উদ্দিন, শরিফ উদ্দিন, ব্যবসায়ী সাইফুল আলম চৌধুরী ও ব্যবসায়ী মোহাম্মদ শোয়ব প্রমুখ।

ইকবাল হোসেন/জেডএইচ/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।