সীতাকুণ্ডে বিস্ফোরণ: ২০ মরদেহ শনাক্তে ৩৫ ডিএনএ নমুনা সংগ্রহ

জাগো নিউজ টিম জাগো নিউজ টিম চমেক হাসপাতাল থেকে
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০৬ জুন ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতদের শনাক্তে তাদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু হয়েছে। সোমবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ২০টি মরদেহের বিপরীতে ৩৫ জনের নমুনা নেওয়া হয়েছে।

সোমবার বিকেলে সিআইডির নাজমুল আলম টুটুল জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ২০টি মরদেহের বিপরীতে ৩৫ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

শনাক্ত হয়নি এমন মরদেহ রয়েছে ১৯ জনের— সেক্ষেত্রে ২০ পরিবারের ডিএনএ পরীক্ষা কেন জানতে চাইলে সিআইডির এ কর্মকর্তা বলেন, কয়েকজনের মরদেহ তাদের পরিবার শনাক্ত করে নিলেও সন্দেহ থাকায় তারা আবার ডিএনএ নমুনা দিয়েছেন।

ইকবাল হোসেন/এমএএইচ/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।