অজ্ঞাত থেকে রনির নাম কাটাতে গুনতে হলো টাকা!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ০৭ জুন ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন নেভাতে গিয়ে প্রাণ দেন ফায়ার ফাইটার রমজানুল ইসলাম রনি। দেশের জন্য প্রাণ দিলেও সেই রনির মরদেহ আনতে চট্টগ্রাম মেডিকেল কলেজে টাকা দিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।

রনির ছোট ভাই তারিকুল ইসলাম রকি বলেন, আমরা মরদেহ শনাক্ত করার পরও অজ্ঞাতনামা থেকে নাম কাটাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ডোমদের টাকা দিতে হয়েছে।

এসময় রকি আক্ষেপ করে বলেন, দেশের জন্য প্রাণ দিলেও ভাইয়ের মরদেহ পেতে টাকা গুনতে হলো।

মঙ্গলবার (৭ জুন) সকাল সাড়ে ৬টায় নিজ এলাকা শেরপুর সদরের হেরুয়া বালুরঘাটে রমজানুল ইসলাম রনির মরদেহ এসে পৌঁছায়। আজ সকাল দশটায় জানাজা হবে বলে জানিয়েছে পরিবার।

নিহতের চাচা জানান, প্রায় দেড় বছর আগে দমকল বিভাগে চাকরি হয় রনির। চার ভাইবোনের মধ্যে বড় ছিলো রনি। প্রায় তিনমাস আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে বদলি হয়ে সেখানেই স্ত্রীসহ বসবাস করছিল।

ইমরান হাসান রাব্বী/এফএ/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।