পাক-ভারত উত্তেজনা : বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

কাশ্মীর ইস্যু নিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তার প্রেক্ষিতে বাংলাদেশ সংলগ্ন সীমান্তে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা জোরদার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

ভারতীয় সংবাদমাধ্য ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে বিএসএসফ।

বুধবার বিএসএফ’র ঊধ্বর্তন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার সুযোগ নিয়ে যাতে কোনো দুর্বৃত্ত ও সন্ত্রাসী সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য প্রতিরোধমূলক নিয়েছে বিএসএফ।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জ্যেষ্ঠ ওই কর্মকর্তাদের বরাত দিয়ে আরও বলা হয়, সীামেন্ত টহল বৃদ্ধি করেছে বিএসএফ। বিশেষ করে সুন্দরবনের নদী এলাকায় তাদের টহল জোরদার করা হয়েছে।

এসএ/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।