বেইলি রোডে অগ্নিকাণ্ড

ঢামেকের জরুরি বিভাগের মর্গের সামনে স্বজনদের আহাজারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৩ এএম, ০১ মার্চ ২০২৪

রাজধানীর বেইলি রোডের বাণিজ্যিক ভবনে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। ভোর থেকেই হাসপাতালের জরুরি বিভাগের মর্গের সামনে স্বজনরদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে।

হাসপাতালের মর্গের তথ্যে জানা যায়, অগ্নিকান্ডের ঘটনায় ৪৫ জন মৃত্যুবরণ করেছেন। এদের মাঝে ৪০ জনের পরিচয় পাওয়া গেছে। ৫ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এদের মাঝে ৩১ জনের মরদেহ কোন ধরনের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢামেকের জরুরি বিভাগের মর্গের সামনে স্বজনদের আহাজারি

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে ওই বানিজ্যিক ভবনে অবস্থিত 'কাচ্চি ভাই' রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন

এই ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৪৫ জন নিহতের সংবাদ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন হাসপাতালে উপস্থিত ঢাকা জেলা প্রশাসনের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহমান। শুক্রবার (১ মার্চ) ভোর ৫টা ৪১ মিনিটে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।

ঢামেকের জরুরি বিভাগের মর্গের সামনে স্বজনদের আহাজারি

ভাইয়ের লাশ নিতে আসা একজন বলেন, বিল্ডিংয়ের রেস্টুরেন্টে আমার ভাই জুয়েল বাবুর্চির কাজ করতো। আর ভাগিনা রাকিব ছিলো ম্যানেজার। আমার ভাই ভাগিনাকে বাঁচাতে গিয়ে নিজেই লাশ হয়েছেন।

হাসপাতালের মর্গের করিডোরের এ মাথা থেকে ও মাথা হেটে যমজ ছোট ভাইকে খুজছেন ভাই। হাসপাতালে করিডোরে মাথা হাত দিয়ে বসে আছেন মামী।

এএএম/এসআইটি/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।