শুরু হয়েছিল মার্সেইর গলিতে, শেষটা ফুটবলের স্বর্ণপৃষ্ঠায়

প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২৩ জুন ২০২৫ আপডেট: ০১:৩৪ পিএম, ২৩ জুন ২০২৫

শুরুটা হয়েছিল মার্সেইর এক অভিবাসী-অধ্যুষিত গলিতে। ছোট্ট এক ছেলের চোখে তখন ফুটবল মানে ছিল খেলার আনন্দ, আর পায়ে বল মানেই ছিল জীবনের স্বপ্নকে ছুঁয়ে দেখার প্রথম ধাপ। সেই ছেলেটির নাম জিনেদিন ইয়াজিদ জিদান। ফ্রান্সের এক অচেনা কোণ থেকে উঠে এসে তিনি হয়ে ওঠেন বিশ্ব ফুটবলের চূড়ায় বসা এক মহাতারকা। মাঠের প্রতিটি ছোঁয়ায় ছিল শিল্প, প্রতিটি চালে ছিল দর্শন। শুরু হয়েছিল নিঃশব্দে, অথচ শেষটা লেখা হলো ফুটবলের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়ে স্বর্ণাক্ষরে। ছবি: ফেসবুক থেকে