প্রতি ভোটার দেবেন ৩৮টি ভোট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৩৪ এএম, ১১ মার্চ ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রতি ভোটার ৩৮টি পদে ভোট দিতে পারবেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৫টি এবং হল সংসদে ১৩টি পদ রয়েছে। অর্থাৎ ঢাবির নির্বাচনে একজন শিক্ষার্থী ৩৮টি পদের ভোটার।

মোট ভোটার রয়েছেন ৪৩ হাজার ২৫৬ জন। ১৮টি হলে ভোটগ্রহণ চলবে। তবে ভোটারর মাত্র ৬ ঘণ্টায় প্রায় সাড়ে ১৬ লাখ ভোট কীভাবে দেবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ৪৩ হাজার শিক্ষার্থীর ভোটদানে এ সময় যথেষ্ট নয়।

চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, ডাকসু ও হল সংসদের মোট ভোটার ৪৩ হাজার ২৫৬ জন। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে প্রার্থী রয়েছেন ৭৩৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৫ পদের বিপরীতে ২২৯ জন এবং হল সংসদে ১৩টি করে ২৩৪ পদের বিপরীতে ৫০৯ জন।

এসআর/এমকেএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।