সোলেইমানি হত্যার জবাব দেয়ার পক্ষে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৫ এএম, ০৮ জানুয়ারি ২০২০

ইরানের জেনারেল সোলেইমানি হত্যার জবাব দেয়ার পক্ষে মত প্রকাশ করেছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সিএনএন টার্ককে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘তুরস্ক জেনারেল সোলেইমানি হত্যাকাণ্ডের বিষয়টিকে উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তবে আমি মনে করি, যেকোনো দেশের উচ্চ পর্যায়ের কমান্ডারকে হত্যার ঘটনাকে বিনা জবাবে ছেড়ে দেয়া ঠিক হবে না,।’

তিনি বলেন, সোলেইমানি হত্যার বিষয়টি তাদের পরিকল্পিত ছিল। আমরা খবরটি শুনে হতবাক হয়ে যাই। আমি ট্রাম্পকে ইরানের সঙ্গে উত্তেজনা না বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছিলাম।

এর আগে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে ফোন করে কাসেম সোলেইমানি হত্যার ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।

জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।