ইরাকে ইরানপন্থি মিলিশিয়া কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৫ এএম, ১২ জানুয়ারি ২০২০

ইরাকে ইরানপন্থি এক মিলিশিয়া কমান্ডার নিহত হয়েছেন। অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন তিনি। পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) শীর্ষ নেতা তালেব আব্বাস আলি আল সায়েদিকে বাগদাদ থেকে ৬২ মাইল দক্ষিণ-পশ্চিমের কারবালা শহরে শনিবার রাতে হত্যা করা হয়। খবর ডেইলি মেইলের।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে যে, আল সায়েদিকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। কে বা কারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়।

এর আগে গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমান বন্দরে ড্রোন হামলার ঘটনায় ইরানের বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি এবং পিএমএফ এর অপর এক নেতা আবু মাহদি আল মুহান্দিস নিহত হন।

টিটিএন/পিআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।