৫৩ কোটি টাকার সম্পদের মালিক এমপি আফিল

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৩

যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের সংসদ-সদস্য শেখ আফিল উদ্দীনের সম্পদ বেড়েছে পাঁচ বেড়েছে ১০ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ৪১ টাকার। একই সঙ্গে বেড়েছে ব্যবসায়িক আয়, সম্মানী, মূলধন ও গাড়ি। তবে বাড়েনি জমি ও স্বর্ণালঙ্কার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া হলফনামার তথ্যমতে, দেশের স্বনামধন্য শিল্পপতি প্রয়াত শেখ আকিজ উদ্দীনের ছেলে শেখ আফিল উদ্দীনের মোট সম্পদের পরিমাণ ৫৩ কোটি ২৯ লাখ ১৮ হাজার ১৮৫ টাকার। পাঁচ বছর আগে তার বার্ষিক আয় ছিল ৪৫ লাখ ৪৮ হাজার টাকা। এখন বেড়ে হয়েছে ৭ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৯৪৮ টাকা। ব্যবসা প্রতিষ্ঠানের সম্মানী ৯ লাখ ৯০ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১৬ লাখ ৫০ হাজার টাকা।

ব্যবসায়িক মূলধন ১৪ লাখ ৮০ হাজার ৮৬৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৩ লাখ টাকা। আগে তার ১ কোটি ৬০ লাখ ৮৪ হাজার ৪৪০ টাকা মূল্যের গাড়ি ছিল। বর্তমানে তার ৩ কোটি ২১ লাখ ৬৭ হাজার ১৮৯ টাকার মূল্যের গাড়ি আছে।

মো. জামাল হোসেন/এসজে/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।