খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৩ পিএম, ৩০ নভেম্বর ২০২৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ/ ছবি- সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শনিবার (২৯ নভেম্বর) রাত ১১টা ৩৬ মিনিটে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

২৮ নভেম্বর স্বাক্ষরিত চিঠিতে খালেদা জিয়ার সাম্প্রতিক শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি জানান, খালেদা জিয়ার অসুস্থতার সংবাদে তিনি মর্মাহত ও দুশ্চিন্তাগ্রস্ত। পাকিস্তানের জনগণ, সরকার এবং তার পক্ষ থেকে তিনি খালেদা জিয়ার দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেন।

আরও পড়ুন
৩ দিন ধরে একই অবস্থায় খালেদা জিয়া, এভারকেয়ারেই চিকিৎসা চলবে
‘আমার জীবনের বিনিময়ে হলেও ম্যাডাম যেন সুস্থ হয়ে দেশের হাল ধরেন’

চিঠিতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের উন্নয়নে খালেদা জিয়ার অবদান সর্বত্র স্বীকৃত। বাংলাদেশ-পাকিস্তান দুই দেশের ভ্রাতৃসুলভ সম্পর্ক উন্নয়নে তার ভূমিকা বিশেষভাবে মূল্যায়নযোগ্য।

খালেদা জিয়ার সুস্থতার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে শাহবাজ শরিফ উল্লেখ করেন, তিনি (খালেদা জিয়া) যেন তার দল ও দেশের মানুষের জন্য শক্তি ও অনুপ্রেরণার উৎস হয়ে কাজ চালিয়ে যেতে পারেন।

চিঠির শেষে খালেদা জিয়ার প্রতি তার সর্বোচ্চ শ্রদ্ধা ও শুভেচ্ছা শাহবাজ শরিফ।

কেএইচ/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।