বিশ্রামে খালেদা জিয়া, স্লোগান দিতে বারণ ফখরুলের
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ যাত্রা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিছুটা অসুস্থ। এখন তিনি বিশ্রামে আছেন। নেতাকর্মীদের স্লোগান দিতে বারণ করেছেন।
খালেদা জিয়াকে বাসায় পৌঁছে দিয়ে দুপুর ১টা ৪৫ মিনিটে মির্জা ফখরুল বলেন, তিনি (খালেদা জিয়া) এখন একটু অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকরা তাকে বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন। আপনারা (নেতাকর্মীরা) দয়া করে বাসার সামনে থেকে নিজ নিজ বাড়ি চলে যান। তাকে একটু বিশ্রাম নিতে দিন। এখানে কেউ গোলযোগ সৃষ্টি করবেন না।
আরও পড়ুন
নেতাকর্মীদের স্লোগান না দিতে অনুরোধ করে মির্জা ফখরুল বলেন, দলের পক্ষ থেকে আমি আপনাদের অনুরোধ করছি, সবাই যার যার বাড়ি চলে যান। তাকে এখন এবসুলেট রেস্ট নিতে হবে কমপক্ষে। এখানে কেউ স্লোগান দেবেন না, কেউ ভিড় করবেন না।
এর আগে বিমানবন্দর থেকে দুপুর ১টা ২৫ মিনিটে গাড়িবহর নিয়ে গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন খালেদা জিয়া। তিনি বাসভবনে প্রবেশ করলে নেতাকর্মীরা বাইরে স্লোগান দিতে থাকেন। পরে নেতাকর্মীদের তিনি স্লোগান না দেওয়ার জন্য অনুরোধ করেন।
কেএইচ/এমআইএইচএস/এএসএম