চাঁদপুরের বিএনপিকর্মী তাহেরের প্রত্যাশা

‘তারেক-জুবাইদা দেশের মানুষকে সুখে-শান্তিতে রাখবে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৮ এএম, ০৬ মে ২০২৫

৬৮ বছর বয়সী আবু তাহের। গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তিতে। প্রতিষ্ঠাকাল থেকেই বিএনপির সঙ্গে জড়িত তিনি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মকাণ্ডে মুগ্ধ হয়েই দলে যোগ দিয়েছিলেন। একনিষ্ঠ ভক্ত খালেদা জিয়ারও।

বিগত ১৫ বছর আওয়ামী লীগের আমলে ক্ষমতাসীন দলটির নেতাকর্মীদের হাতে মার খেয়েছেন বহুবার। আওয়ামী লীগ যুবলীগের হামলায় দাঁত হারিয়েছেন, শুনতে পান না বাম কানেও। পায়ের ব্যথায় হাঁটাচলা করতেও সমস্যা।

তারপরও লন্ডন থেকে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরার সাক্ষী হতে ছুটে এসেছেন ঢাকায়। দলীয় নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নিয়েছেন রাজধানীর গুলশান-২ মোড়ে।

এর আগে বহুবার ঢাকার সমাবেশে এসেছেন তাহের। অন্যান্য বার ঢাকায় সমাবেশে এলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসংবলিত প্ল্যাকার্ড হাতে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করতেন তিনি।

আরও পড়ুন

এবার তার হাতে উঠেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমানের ছবিসংবলিত প্ল্যাকার্ড। একনিষ্ঠ বিএনপিকর্মী আবু তাহেরের ভাষ্য, বাংলাদেশের আগামী নেতা তারেক রহমান। আর জুবাইদা রহমান হবেন তার ছায়াসঙ্গী।

আবু তাহের বলেন, আমি মনে করি তারেক রহমান ও জুবাইদা রহমান দলের হাল ধরবেন। আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে। তাদের নেতৃত্বেই বাংলাদেশের মানুষ আগামীতে সুখে-শান্তিতে বসবাস করবে।

নিজের ওপর ১৫ বছরের নির্যাতনের বর্ণনা দিয়ে তাহের বলেন, আমাকে মারধর করে আওয়ামী লীগ দাঁত ভেঙে দিয়েছে। আমি বাম কানে শুনতে পাই না। পায়ে এত মারধর করেছে, এখন বাতের ব্যথা। খুব কষ্ট করে চাঁদপুর থেকে ঢাকায় এসেছি। আমাদের প্রাণের নেত্রী খালেদা জিয়ার দেশে ফেরার এরকম একটি ঘটনার সাক্ষী হতে পেরে আমি খুব আনন্দিত।

দীর্ঘদিন চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার সকাল ১০টায় কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় পৌঁছাবেন।

এর আগে লন্ডনের গ্রিনিচ সময় সোমবার (৫ মে) বিকেল ৪টা ১০মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় বিমানে (আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স) ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। যাত্রাপথে কাতারের দোহা বিমানবন্দরে বিরতি শেষে বাংলাদেশ সময় ভোর ৬টা ৫মিনিটে আবার ঢাকার উদ্দেশে রওনা করেছেন তিনি। সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

এএএইচ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।