ভূমিকম্প

তুরস্কে ৪৪ ঘণ্টা পর উদ্ধার হলো আরেক মা ও শিশু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প হতবাক করেছে গোটা বিশ্বকে। দুই দিন ধরে চলছে উদ্ধার কাজ। এবার উদ্ধারকর্মীরা ঘটনার ৪৪ ঘণ্টা পর ২ বছরের এক শিশুকে উদ্ধারের খবর জানালো। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে শিশুটির মাকেও।

তুর্কির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাতায়ের ইস্কেন্দেরুন জেলায় ভূমিকম্পের সময় ধ্বংসস্তূপে চাপা পড়েছিল তারা।

আরও পড়ুন> তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প/নিহতের সংখ্যা ৮ হাজারের কাছাকাছি, ক্ষণ গুনছে উদ্ধারকারীরা

এখন পর্যন্ত দেশ দুটিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮০০ জনে। আহত হয়েছেন বহু মানুষ। ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন আরও অনেকে। তাদের উদ্ধারে প্রাণপণে চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

আরও পড়ুন> তুরস্কে ভূমিকম্প/৪০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে অন্তঃসত্ত্বা নারী উদ্ধার

সোমবার স্থানীয় সময় ৪টা ১৭ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয় তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৮। কম্পনের উৎসস্থল ছিল তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ২৪ দশমিক ১ কিলোমিটার গভীরে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এসএনআর/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।