ভূমিকম্প
সিরিয়ায় ধ্বংসস্তূপে জন্ম নেওয়া শিশুটির নাম রাখা হলো আয়া
ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসস্তূপেই জন্ম তার। ‘অলৌকিকভাবে’ বেঁচে যাওয়া সিরিয়ার এই কন্যা শিশুটির নাম রাখা হলো আয়া।
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আলেপ্পোর জিনদায়ার্স শহরে ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে জন্ম নেয় আয়া। শিশুটি তার মাসহ তিন ভাইবোনকে হারিয়েছে।
আরও পড়ুন> তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প/ধ্বংসস্তূপের নিচে জন্ম নিলো ফুটফুটে শিশু
সোমবারের ভয়াবহ ভূমিকম্পের ৫ ঘণ্টা পর আয়াকে উদ্ধার করে সিরিয়ার হোয়াইট হেলমেট টিম। তার শরীরেও আঘাতের চিহ্ন ছিল। সেহান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আয়া। হাসপাতালের স্টাফরা নিশ্চিত করেছেন, আয়া সুস্থ আছে।
আরও পড়ুন> তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প/ ঘনিয়ে আসছে সময়, নিহতের সংখ্যা ছাড়ালো ২১ হাজার
এদিকে, সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ভূমিকম্পের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৫০ জনে।
অপরদিকে, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত অকতের দেওয়া তথ্যমতে, শুধু তুরস্কেই এ পর্যন্ত মারা গেছে ১৭ হাজার ৬৭৪ জন।
আরও পড়ুন> তুরস্কে ভূমিকম্প/ ৪০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে অন্তঃসত্ত্বা নারী উদ্ধার
সোমবার স্থানীয় সময় ৪টা ১৭ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয় তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে। কাহরামানমারাস প্রদেশকে কেন্দ্র করে ৭ দশমিক ৭ মাত্রা এবং আরেক দফায় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে তুরস্কের আদানা, আদিয়ামান, দিয়ারবাকির, গাজিয়ানতেপ, হাতায়ে, কিলিস, মালতিয়া, ওসমানিয়া এবং সানলিউরফাসহ ১০টি প্রদেশে ১ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
এসএনআর/জেআইএম