ইরানে মোসাদের ২ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৫ জুন ২০২৫
ছবি: এএফপি (ফাইল)

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য বলে অভিযোগ তুলে দুজন ব্যক্তিকে গ্রেফতারের দাবি করেছে ইরান।

তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, আলবোর্জ প্রদেশ থেকে এই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তারা বিস্ফোরক ও ইলেকট্রনিক ডিভাইস প্রস্তুত করছিল।

ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের ছায়াযুদ্ধে লিপ্ত ইরান আগেও বহু ব্যক্তিকে মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার ও মৃত্যুদণ্ড দিয়েছে। বিশেষ করে, যারা ইরানের পরমাণু কর্মসূচি ব্যাহত করতে নাশকতা বা হত্যাকাণ্ডের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে তেহরানভিত্তিক থিঙ্ক-ট্যাংক ডিপ্লো হাউস-এর পরিচালক হামিদ গোলামজাদেহ বলেছেন, ইরানের জ্বালানি স্থাপনাসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা দেশজুড়ে অস্থিরতা তৈরিতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি জনগণের মধ্যে এক ধরনের ঐক্য তৈরি করেছে।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গোলামজাদেহ বলেন, নেতানিয়াহু ইরানিদের জন্য এক প্রকার উপকারই করেছেন। এই হামলাগুলোর পরিণতিতে ইরানিদের মধ্যে ব্যাপক ঐক্য দেখা গেছে। তিনি জানান, দেশের অভ্যন্তরে জনগণের মনোভাব এখনো অবিচল ও প্রতিরোধমুখী।

তিনি আরও বলেন, সবাই বলছে—এটা ইসলামী প্রজাতন্ত্র নিয়ে নয়, সরকার নিয়ে নয়, এমনকি সংস্কারপন্থিদের নিয়েও নয়, এটা শুধুই ইরানকে ঘিরে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।