ইসরায়েল ছাড়ছেন মার্কিনিরা, প্রস্তুত প্লেন ও জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১৮ জুন ২০২৫
ইসরায়েলে ইরানের পাল্টা হামলা। ছবি: এএফপি

ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন, ইসরায়েল থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিতে কাজ করছে মার্কিন দূতাবাস।

সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তিনি বলেন, ‘জরুরি ঘোষণা! ইসরায়েল ছাড়তে আগ্রহী মার্কিন নাগরিকদের জন্য দূতাবাস প্লেন ও জাহাজে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে।’

তীব্র যুদ্ধ পরিস্থিতির মধ্যে অনেক বিদেশি নাগরিকের মতো মার্কিন নাগরিকরাও দেশটি ছাড়তে চাইছেন। এজন্য যুক্তরাষ্ট্র বিশেষ সরবরাহ ও পরিবহন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।