ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ২০ ছাড়ালো, আহত ৩ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০২ পিএম, ১৬ জুন ২০২৫
ইরানি ক্ণপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত ইসরায়েলি ভবন। ছবি: এএফপি

ইরানের নতুন হামলায় ইসরায়েলের হাইফা শহরে নিখোঁজ থাকা তিনজনের মরদেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সরকারি সামরিক রেডিও। এর আগে মধ্য ইসরায়েলে আরও পাঁচজন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছিল।

চার দিন আগে ইসরায়েল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান এই আক্রমণ শুরু করে। সেই থেকে ইসরায়েলে মৃতের সংখ্যা ২০ ছাড়িয়েছে, আর আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।

হাইফা এবং তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ঘরবাড়ি ধ্বংস হয়েছে, অনেকে গৃহহীন হয়ে পড়েছেন। জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে বহুজনের অবস্থা আশঙ্কাজনক।

এই সংঘাতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে, আন্তর্জাতিকভাবে বিরোধের অবসান চেয়ে বারবার আহ্বান জানানো হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই সংঘর্ষ পুরো মধ্যপ্রাচ্যে আরও বড় রূপ নিতে পারে।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।