সহযোগিতা শুরু করতে ইরানের প্রতি আইএইএর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২১ এএম, ২৫ জুন ২০২৫
ছবি- সংগৃহীত

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রসি ইরান পরিস্থিতিকে স্বাগত জানিয়েছেন।

‌‘ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে সমস্যা সমাধানের জন্য একটি সফল কূটনৈতিক সমঝোতার ক্ষেত্রে আইএইএ এর সাথে সহযোগিতা পুনরায় শুরু করাটাই গুরুত্বপূর্ণ,’ বলেছেন তিনি।

তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে একসাথে কাজ করা ও শিগগিরই সাক্ষাতের ওপর জোর দিয়েছেন বলে জানিয়েছেন।

সংস্থাটির পরিদর্শকরা পুরো সংঘাতের সময়জুড়ে ইরানে ছিলেন এবং তারা কাজ আবারো শুরু করতে প্রস্তুত বলে সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে।

‘এসব হামলার সময়ে কয়েকটি পরমাণু স্থাপনায় ব্যাপক ক্ষতি আমরা দেখেছি। এর মধ্যে ইউরেনিয়াম রূপান্তর ও সমৃদ্ধকরণ স্থাপনাও রয়েছে,’ বলেছেন তিনি।

তাদের পরীক্ষা-নিরীক্ষায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে স্থানীয়ভাবে কিছু তেজস্ক্রিয়তা ও রাসায়নিক নির্গমন তারা দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে তিনি বলেন, স্থাপনার বাইরের অংশে বিকিরণের মাত্রা বৃদ্ধির কোনো রিপোর্ট তারা পাননি।

সূত্র: বিবিসি বাংলা

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।