খামেনিকে হত্যায় ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:২৯ এএম, ১৬ জুন ২০২৫
আয়াতুল্লাহ খামেনি, বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যায় ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজকে এমনটি জানিয়েছেন তিন মার্কিন কর্মকর্তা।

একজন কর্মকর্তা বলেছেন, খামেনিকে হত্যা করার সুযোগ ছিল ইসরায়েলের। সে সময় ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জানিয়েছিলেন যে এটি কোনো ‘ভালো ধারণা’ নয়।

তারা বলছেন, গত সপ্তাহে ইরানে হামলার পর নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে কথোপকথন হয়েছিল।

খামেনিকে হত্যায় ট্রাম্পের ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যানের বিষয়টি প্রথম রিপোর্ট করেছিল রয়টার্স।

এরপর রোববার সন্ধ্যায় ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু সরাসরি রয়টার্সের প্রতিবেদনের সত্যতা নিশ্চিত বা অস্বীকার করেননি।

ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের কথোপকথনের অনেক মিথ্যা প্রতিবেদন আছে যা কখনো ঘটেনি। আর আমি সেসব বিষয়ে আলোচনায় যাব না।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কিন্তু আমি বলতে পারি যে, আমার মনে হয় আমাদের যা করা দরকার আমরা তাই করব। আমার মনে হয়, মার্কিন যুক্তরাষ্ট্র জানে কোনটি তাদের জন্য ভালো।’

সূত্র: বিবিসি

জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।