ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউরোপীয় নাগরিক আটক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ২৪ জুন ২০২৫
ইরানের পতাকা। ফাইল ছবি: এএফপি

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন ইউরোপীয় নাগরিককে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার (২৪ জুন) এ তথ্য জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই বিদেশি নাগরিক ‘সেনাবাহিনীর স্পর্শকাতর স্থাপনা পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে’ জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত শুরুর পর থেকে ইরান গুপ্তচরবৃত্তির অভিযোগে বহুজনকে গ্রেফতার করেছে এবং কয়েকজনের মৃত্যুদণ্ডও কার্যকর করেছে।

এর আগে, ইরানের পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশ থেকে আরও ছয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়, যাদের বিরুদ্ধে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।