ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:২০ পিএম, ১৬ জুন ২০২৫
ইরানের পতাকা। ফাইল ছবি: এএফপি

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইসমাইল ফিকরি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানি বিচার বিভাগের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা মিজান অনলাইন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফিকরি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ছিলেন এবং দেশের গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য শত্রুপক্ষের কাছে পাচার করতেন। তিনি ইসরায়েলের মোসাদের দুই কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগে ছিলেন বলে দাবি করা হয়।

২০২৩ সালের ডিসেম্বর মাসে তাকে গ্রেফতার করে ইরানের নিরাপত্তা বাহিনী। তদন্ত ও বিচার শেষে ইরানের সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। এরপর আজ ফিকরির ফাঁসি কার্যকর করা হয়।

মিজান অনলাইন জানায়, এ ঘটনাকে ইরানের বিচার বিভাগ ইসরায়েলের গোয়েন্দা কার্যক্রমের জন্য একটি ‘বড় ধাক্কা’ হিসেবে অভিহিত করেছে। তবে ইসরায়েল থেকে এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।