ইরান-ইসরায়েল সংঘাত

‘অযৌক্তিক’ লড়াইয়ের দ্রুত সমাপ্তি চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ১৮ জুন ২০২৫
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ‘পুরোপুরি প্রতিরক্ষাহীন’, তাদের ‘আকাশ প্রতিরক্ষা বলতে কিছু নেই’। হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ইরান এখন একেবারেই প্রতিরক্ষাহীন, তাদের কোনো আকাশ প্রতিরক্ষা নেই—একেবারে শূন্য।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানি কর্মকর্তারা তার সঙ্গে আলোচনার জন্য হোয়াইট হাউজে আসার প্রস্তাব দিয়েছেন। তবে তিনি এ বিষয়ে কোনো প্রমাণ দেননি।

চলমান ইরান-ইসরায়েল সংঘাতকে একটি ‘অযৌক্তিক যুদ্ধ’ অভিহিত করে ট্রাম্প বলেন, আমি বলেছি, ইরান যদি নিঃশর্ত আত্মসমর্পণ না করে, তাহলে আমরা গিয়ে তাদের সব পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেবো।

তিনি বলেন, ৪০ বছর ধরে তারা ‘আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক’ বলেছে। তারা ছিল স্কুলের অত্যাচারী। এখন আর তারা অত্যাচারী নয়। তবে দেখা যাক কী হয়।

এই যুদ্ধের ফলাফল নিয়ে নিশ্চিত না হলেও ট্রাম্প বলেন, আমরা এখনো জিতেছি বলতে পারি না, তবে আমরা অনেক দূর এগিয়েছি। সামনে এক সপ্তাহ, হয়তো তারও কম সময়—সবকিছু বদলে দিতে পারে।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।