তেল আবিবে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৭ এএম, ২০ জুন ২০২৫
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার/ছবি: রয়টার্স

ইসরায়েলের তেল আবিবে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার (২০ জুন) ভোররাতে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ইমেইল বিবৃতিতে জানায়, রাতে আমরা দূতাবাসে যোগাযোগ করেছি। এই দুর্ঘটনায় দূতাবাসের কোনো কর্মী আহত হননি। তবে বিবৃতিতে বিস্ফোরণের কারণ জানানো হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার জানান, তিনি কিছুক্ষণ আগে নরওয়ের রাষ্ট্রদূত পার এগিল সেলভাগের সঙ্গে কথা বলেছেন।

গিদিওন বলেন, সেলভাগের বাসভবনের আঙিনায় একটি গ্রেনেড ছোড়া হয়েছে। এটি একটি ‘গুরুতর অপরাধ’।

এদিকে নরওয়ের পত্রিকা ভিজি জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে সোমবার (১৬ জুন) থেকে তেল আবিবে অবস্থিত নরওয়ের দূতাবাস বন্ধ ছিল।

ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।