জনগণকে ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া সতর্কবার্তা দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২৫ জুন ২০২৫
জেরুজালেমের পুরোনো শহরের ডোম অব দ্য রকের সামনে ইসরায়েলি পতাকা উড়ছে/ ছবি: এএফপি

ইসরায়েলের সামরিক বাহিনী দেশটির নাগরিকদের মোবাইলে ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া সতর্কবার্তা পাঠিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আরুতজ শেভা। বুধবার (২৫ জুন) ভুলবশত ওই বার্তা পাঠানো হয় বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এ কথা জানানো হয়। আইডিএফ জানিয়েছে, ‘অভ্যন্তরীণ সিস্টেম পরীক্ষা’ চলাকালে ‘কারিগরি ত্রুটির’ কারণে ভুলবশত নাগরিকদের কাছে ওই বার্তা পৌঁছে যায়।

তারা আরও জানিয়েছে, ওই বার্তার ফলে নিরাপত্তাজনিত কোনো সমস্যা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এসএএইচ

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।