জনগণকে দৃঢ়তা বজায় রাখার আহ্বান খামেনির

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ১৯ জুন ২০২৫
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি/ ছবি: এএফপি (ফাইল)

ইসরায়েলের আগ্রাসনের বিপরীতে দৃঢ় থাকার জন্য নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার (১৯ জুন) এক্সে (পূর্বে টুইটার) দেওয়া পোস্টে এই আহ্বান জানান তিনি।

এক্স পোস্টে খামেনি লেখেন, শত্রু যদি বুঝতে পারে যে আপনি তাদের ভয় পাচ্ছেন, তাহলে তারা আপনাকে ছাড়বে না। আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করছেন, তা অব্যাহত রাখুন। এই আচরণই আরও দৃঢ়তার সঙ্গে ধরে রাখুন।

আরেকটি পোস্টে তিনি পবিত্র কোরআনের সুরা আল-ইমরানের ১২৬ নম্বর আয়াত তুলে ধরেন। যার অর্থ- ‘বিজয় কেবল মহান আল্লাহ্’র পক্ষ থেকেই আসে, যিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়’। এরপর তিনি লেখেন, আর আল্লাহ অবশ্যই অবশ্যই ইরানী জাতিকে, সত্যকে ও সঠিক পক্ষকে বিজয় দান করবেন, ইনশাআল্লাহ।

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।