ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে দুই

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৭ জুন ২০২৫
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল/ এক্স থেকে সংগৃহীত ছবি

তেহরানে ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর প্রধান কার্যালয় ভবনে ইসরায়েলি হামলায় প্রতিষ্ঠানটির এক নিউজ এডিটর ও আরেকজন কর্মী নিহত হয়েছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার অর্থাৎ হামলার দিন দেশটির গণমাধ্যম জানিয়েছিল যে, ওই হামলায় একজন কর্মী নিহত হয়েছেন। তবে আজ এক নিউজ এডিটরের মৃত্যুতে সংখ্যা বেড়ে দুইজন হলো।

গতকাল ওই ভবনের ইসরায়েলি হামলার ফুটেজে দেখা গিয়েছিল যে, আইআরআইবির ভবনে বিস্ফোরণ হওয়ার সাথে সাথে স্টুডিওর আলো নিভে যায় এবং কর্মরতদের মাথার ওপর ছাদ থেকে ধ্বংসাবশেষ ভেঙ্গে পড়ে। কয়েক মুহূর্ত পরেই সম্প্রচার বন্ধ হয়ে যায়। ফের সম্প্রচার চালু হতে এক ঘণ্টা লেগে গিয়েছিল।

ইসরায়েলি হামলার পর ইরানের আইআরআইবির জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান আবেদিন বলেন, ইরানি জাতির শত্রু ইহুদিবাদী সরকার, কয়েক মিনিট আগে ইসলামিক রিপাবলিক অব ইরান নিউজ নেটওয়ার্কের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেছে।

তিনি আরও বলেন, ইসরায়েল সরকার এই সত্য সম্পর্কে অবগত নয় যে, সামরিক অভিযানের মাধ্যমে ইসলামি বিপ্লব এবং ইরানের কণ্ঠস্বরকে দমিয়ে রাখা যাবে না।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।