ইরানে ‘শাসনের পরিবর্তন’ চায় না যুক্তরাষ্ট্র: সুর বদল ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ২৪ জুন ২০২৫
ডোনাল্ড ট্রাম্প ও আয়াতুল্লাহ আলী খামেনি। ফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানে ‘শাসনের পরিবর্তন’ চান না। কারণ এটি অঞ্চলজুড়ে বিশৃঙ্খলা তৈরি করতে পারে।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি শাসন পরিবর্তনের পক্ষে নই। তাতে আরও বিশৃঙ্খলা তৈরি হবে।

তবে এই মন্তব্য তার আগের বক্তব্যের পুরোপুরি উল্টো। মাত্র কয়েকদিন আগেই ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, শাসন পরিবর্তন কথাটা হয়তো রাজনৈতিকভাবে সঠিক নয়। কিন্তু যদি ইরানের বর্তমান শাসকগোষ্ঠী ‘মেক ইরান গ্রেট এগেইন’ করতে না পারে, তাহলে শাসন পরিবর্তনই বা কেন নয়??? এমআইজিএ!!!’

এই স্লোগানটি যুক্তরাষ্ট্রের প্রচলিত ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’-এর অনুকরণে তৈরি বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।