ট্রাম্পের ‘নিরাপত্তাহীনতার অনুভূতি’ নিয়ে খেলছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২১ এএম, ১৯ জুন ২০২৫
হোয়াইট হাউজে বেঞ্জামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে কি না, তা নিয়ে যখন বিশ্বের মানুষ উৎকণ্ঠায়, তখন ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউজের সাবেক কমিউনিকেশন্স ডিরেক্টর অ্যান্থনি স্কারামুচি বলেছেন, ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণে কোনো ধারাবাহিকতা বা নীতিভিত্তিক কৌশল নেই।

তিনি বিবিসি নিউজনাইটকে বলেন, এটি মুহূর্তের সিদ্ধান্ত, কোন কৌশলগত চিন্তাভাবনা ছাড়াই নেওয়া হয়।

স্কারামুচির দাবি, ট্রাম্পের মধ্যে ‘নিজেকে কঠোর ও শক্ত নেতা দেখানোর যে নিরাপত্তাহীনতার অনুভূতি আছে’, সেটাকে কাজে লাগাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যেন ট্রাম্পকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া যায়।

ইরানে সরকার পতনের চেষ্টা বা ‘রেজিম চেঞ্জ’ নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়িত থাকার প্রসঙ্গে স্কারামুচি বলেন, গত দুই দশকে আমরা কিছুই শিখিনি। আমার কাছে এটা পরিষ্কার না যে, এই ধরনের পরিবর্তনের নেতৃত্ব মার্কিনিদেরই নেওয়া উচিত কি না।

সূত্র: বিবিসি বাংলা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।