ইরানে ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ১৮ জুন ২০২৫
ইসরায়েলি যুদ্ধবিমান। ফাইল ছবি: এএফপি

ইরানের ইসফাহান প্রদেশের নাজাফআবাদে ইসরায়েলি হামলায় এক অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীসহ ছয়জন নিহত হয়েছেন। ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ওই নারী কয়েক সপ্তাহের মধ্যেই সন্তান প্রসব করতে যাচ্ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী দুটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এতে ওই দম্পতির পাশাপাশি ১০ ও ১৩ বছর বয়সী দুই শিশু নিহত হয়।

এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪০ জনে, যাদের মধ্যে অন্তত ৭০ জন নারী ও শিশু। অন্যদিকে, ইরানের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ২৪ জনের বেশি।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বুধবার ইরানের ভেতরে ৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে সেন্ট্রিফিউজ উৎপাদনকেন্দ্র ও অস্ত্রাগারও রয়েছে। পাল্টা জবাবে ইরান একযোগে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের দিকে।

একইদিনে গাজা উপত্যকার খান ইউনিস শহরে ত্রাণ সংগ্রহের চেষ্টা করা সাধারণ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৮৯ জন ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে অনেকেই খাদ্য সহায়তার আশায় জড়ো হয়েছিলেন।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।