হরমুজ প্রণালি চালু রাখতে চীনের দ্বারস্থ হলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩২ এএম, ২৩ জুন ২০২৫
ছবি: এএফপি (ফাইল)

হরমুজ প্রণালি বন্ধ না করার বিষয়ে ইরানকে রাজি করানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে একথা জানিয়েছেন।

এর আগে, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন দেশটির কর্মকর্তারা।

বিজ্ঞাপন

রুবিও বলেন, যারা হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, সেই চীনের সরকারকে আমি উৎসাহিত করবো তারা যেন এ বিষয়ে (ইরানি কর্মকর্তাদের সঙ্গে) যোগাযোগ করে।

হরমুজ প্রণালি বন্ধ করা ইরানের জন্য আরেকটি ভয়াবহ ভুল বলে অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, যা উত্তেজনা বাড়িয়ে দেবে বলে তিনি বর্ণনা করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইরানের জন্য এটি অর্থনৈতিক আত্মহত্যা হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সূত্র: বিবিসি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।