ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ১৫ জুন ২০২৫
ইসরায়েলকে লক্ষ্য করে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি: এএফপি (ফাইল)

ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।।

ইসরায়েলি সেনাবাহিনীও নতুন এক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

বলা হয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে নিজেদের নাগরিকদের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।

পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ নির্দেশনায় বলা হয়েছে, এটি একটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি, যা গুরুতর ঝুঁকি তৈরি করছে। পরিস্থিতি হঠাৎ করে এবং খুব দ্রুত আরও অবনতির দিকে যেতে পারে।

দুই দিন আগেই ব্রিটিশ নাগরিকদের শুধু অত্যাবশ্যক ভ্রমণের ক্ষেত্রে ইসরায়েল যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

ইসরায়েলের আকাশপথ তিন দিন ধরে বন্ধ রয়েছে, ফলে দেশটিতে প্রবেশ ও বের হওয়া সম্ভব হচ্ছে না। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।