মধ্যপ্রাচ্যে অস্থিরতা
নাগরিকদের ফিরিয়ে আনতে সাইপ্রাসের দ্বারস্থ পর্তুগাল-স্লোভাকিয়া

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্য থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে পর্তুগাল ও স্লোভাকিয়া সাইপ্রাসের সহায়তা চেয়েছে। সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী কনস্ট্যান্টিনোস কম্বোস এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।
কম্বোস সাংবাদিকদের বলেন, বর্তমানে আমাদের কাছে দুটি অনুরোধ রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নাগরিকদের তাদের প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের কতটুকু সুযোগ আছে তার ওপর এ পুরো প্রক্রিয়া নির্ভর করবে।
গত সপ্তাহে, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তৃতীয় কোনো দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য সাইপ্রাস একটি প্রক্রিয়া চালু করেছে।
দেশটির বিমানবন্দরের নিয়ন্ত্রক সংস্থা হার্মিস জানিয়েছে, বেশিরভাগ বিমান সংস্থা ইসরায়েলে ফ্লাইট স্থগিত করার পর ওই অঞ্চল থেকে কয়েক ডজন ফ্লাইট সাইপ্রাসের লার্নাকা এবং পাফোসের বিমানবন্দরগুলোর দিকে ঘুরিয়ে নেওয়া হয়েছে।
এএমএ