ইরানের আরাক হেভি ওয়াটার পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা

ইরানের আরাক হেভি ওয়াটার পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানি টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী হুমকি দিয়েছিল যে, রিঅ্যাক্টরের আশেপাশের এলাকার বাসিন্দারা যেন অবিলম্বে এলাকা ত্যাগ করেন। এই হামলা ইসরায়েল-ইরান চলমান উত্তেজনা একটি গুরুতর পর্যায়ে পৌঁছানোর ইঙ্গিত দিচ্ছে।
এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের বিষয়ে ট্রাম্প যখন বিশ্বকে নানা ধরনের অনুমান করতে বাধ্য করছেন তখন হোয়াইট হাউজে চলছে অন্য ধরনের প্রস্তুতি। যুক্তরাষ্ট্র ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন সূত্র তথ্য দিয়েছে। ওয়াশিংটন ডিসিতে এ ধরনের পদক্ষেপের প্রস্তুতি চলছে বলেও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে।
অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা আগামী দিনে ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে বলা হয়েছে, এটা ইঙ্গিত দিচ্ছে যে, তেহরানের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য অবকাঠামোগতভাবে প্রস্তুতি চলছে।
লোকজন বলছে যে, পরিস্থিতি এখনও বিকশিত হচ্ছে এবং পরিবর্তিত হতে পারে, তাদের মধ্যে কেউ কেউ সম্ভাব্য হামলার পরিকল্পনার দিকে ইঙ্গিত করেছেন। এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি ফেডারেল সংস্থার শীর্ষ নেতারাও আক্রমণের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন।
টিটিএন