ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী

সাদ্দাম হোসেনের মতো পরিণতি হতে পারে খামেনির

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ১৭ জুন ২০২৫
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি/ ছবি: এএফপি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা চলবে ও খামেনি যদি ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান অবস্থান বজায় রাখেন, তবে তার পরিণতিও হতে পারে ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের মতো।

স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে কাতজ বলেন, আমি ইরানি শাসককে সতর্ক করে দিচ্ছি, তিনি যেন যুদ্ধাপরাধ করা এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ করেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতির পক্ষে নন। বরং ইরানের পরমাণু ইস্যুর একটি স্থায়ী ও বাস্তব সমাধান চান। কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলন থেকে আগেভাগেই ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, আমি কখনোই যুদ্ধবিরতির কথা বলিনি। আমি চাই পুরোপুরি একটি সমাপ্তি, অর্থাৎ পরমাণু অস্ত্রের সম্পূর্ণ ত্যাগ।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।