কাতারের আমিরকে চিঠি পাঠালেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ১৮ জুন ২০২৫
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে একটি ‘আনুষ্ঠানিক চিঠি’ পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিষয়টি নিশ্চিত করেছে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে চিঠির বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, চিঠিটি হয়তো একটি সম্ভাব্য কূটনৈতিক সমাধানের প্রচেষ্টার অংশ হতে পারে, যা কাতারের ‘মধ্যস্থতাকারী’ ভূমিকাকে সামনে আনছে।

কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি প্রেসিডেন্টের চিঠিটি গ্রহণ করা হয়েছে ও আমাদের আমির তা পর্যালোচনা করেছেন।

এই চিঠি এমন এক সময় পাঠানো হলো, যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত বাড়ছে ও মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগ বিরাজ করছে।

কাতার দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে মিলে ইরানের সাথে পারমাণবিক আলোচনার পুনরায় শুরুর আহ্বান জানিয়ে আসছে।

সূত্র: আল জাজিরা

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।