মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য

আমাদের হামলার লক্ষ্য ইরানের সরকার পরিবর্তন নয়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ২২ জুন ২০২৫

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য দেশটির সরকারের পরিবর্তনের লক্ষ্যে নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই মিশনের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের ওপর আসা ইরানের হুমকি ঠেকানো। খবর আল জাজিরার।

সংবাদ সম্মেলনে ইরানের বর্তমান সরকারে পরিবর্তন যুক্তরাষ্ট্রের নীতিগত লক্ষ্য কি না- এমন প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, এই মিশনের লক্ষ্য তা ছিল না; বরং ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে আমাদের জাতীয় স্বার্থের ওপর আসা হুমকি ঠেকানোয় ছিল আমাদের মূল উদ্দেশ্য। তিনি এটিকে ‘একটি নির্ভুল সামরিক অভিযান’ বলেও দাবি করেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, মার্কিন সামরিক বাহিনীর ক্ষমতা ‘প্রায় সীমাহীন’ এবং ইরানে আমরা হামলার পরিধি ‘ইচ্ছাকৃতভাবে সীমিত’ করেছি। আমরা সেই বার্তাই পাঠাচ্ছি।

এদিকে, হেগসেথ এখনো আশা করেন যে ইরান আলোচনায় ফিরে আসবে। তার দাবি, ইরান সঠিকভাবে জানে যে যুক্তরাষ্ট্রের দাবিগুলো পূরণের জন্য কী পদক্ষেপ নিতে হতে পারে।

‘আমি কেবল নিশ্চিত করতে পারি যে ইরানিদের কাছে একাধিক চ্যানেলে প্রকাশ্য ও ব্যক্তিগতভাবে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে, যা তাদের আলোচনার টেবিলে আসার প্রতিটি সুযোগ করে দিচ্ছে।’

সূত্র: আল জাজিরা

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।