শামীম ওসমান কীসের প্রচারণা করবেন জানি না: আইভী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:০২ পিএম, ১০ জানুয়ারি ২০২২

উনি (শামীম ওসমান) কীসের পক্ষে প্রচারণা করবেন জানি না, আমার জানার প্রয়োজনও নেই। আমার সমর্থন নারায়ণগঞ্জের মানুষ বলেছেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

সোমবার (১০ জানুয়ারি) সকালে শহরের ২ নম্বর রেলগেট এলাকার জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসব কথা বলেন তিনি।

আইভী বলেন, ‘দলের সিদ্ধান্তের বাইরে তিনি কেন গেছেন তা জানি না। উনি সংবাদ সম্মেলনে কী বলবেন তাও জানি না। তার সমর্থন দেওয়া বা না দেওয়ায় খুব বেশি ডিফারেন্স হয়ে যাচ্ছে। গণমাধ্যম তাকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত। আমি ব্যস্ত আমার জনগণ নিয়ে।’

তিন আরও বলেন, ‘বিগত নির্বাচনগুলোর দিকে দেখলে দেখা যাবে যতকিছুই হোক না কেন এখানে উৎসবমুখর পরিবেশেই নির্বাচন হয়, এবারও তাই হবে। আমি বলতে পারি নারায়ণগঞ্জবাসী আমাকে সবসময় তাদের কাছে পেয়েছে যে কোনো কাজে। নগরবাসী আমাকে গ্রহণ করবেন।’

প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমূর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে না শুধু আমার বাবাকেও উনি চেনেন। গতকাল প্রেস কনফারেন্সে তিনি যে অভিযোগ এনেছেন সেগুলো সম্পূর্ণ বেমানান। দেড় বছর ধরে শামীম ওসমান এ গ্রাউন্ড তৈরি করেছে আমার বিরুদ্ধে। শামীম ওসমান যে কথা বলেছে কাল উনি তোতাপাখির মতো সেগুলোই বলেছেন।’

আইভী বলেন, ‘আমার ভোটার ফিক্সড, নারায়ণগঞ্জের মানুষ সিদ্ধান্ত নিয়েছে কাকে ভোট দেবে। আমার জয় বড় ব্যবধানেই হবে। এখানে কেউ আমার ভোটারকে খুব বেশি প্রভাবিত করতে পারবে তা মনে হয় না। কারণ, নারায়ণগঞ্জের মানুষ খুব সচেতন। এ শহরের মানুষ প্রতিদিন যা দেখে নিজের চোখে তাই বিশ্বাস করে। সুতরাং আমি মনে করি আমার ভেটাররা তদের জায়গায়ই থাকবে এবং নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশেই নির্বাচন হবে।’

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।