বন্দরের এক কেন্দ্রে প্রথম ঘণ্টায় ভোট পড়েছে ৬৩টি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ১৬ জানুয়ারি ২০২২
সকাল থেকে কিছুটা ফাঁকা বি এম স্কুল কেন্দ্রটি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২২ নম্বর ওয়ার্ডটি বন্দর এলাকা নিয়ে গঠিত। এই ওয়ার্ডে মোট কেন্দ্র রয়েছে ৪৬টি, যার মধ্যে বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ একটি। এই কেন্দ্রটি অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কেন্দ্রটিতে সাতটি ভোটকক্ষ রয়েছে। এখানে ভোটার সংখ্যা দুই হাজার ৮৩২টি। যার মধ্যে পুরুষ এক হাজার ৪২৮ জন এবং নারী এক হাজার ৪০৪ জন।

jagonews24ভোট দিচ্ছেন একজন ভোটার

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. মোস্তফা জানান, সকাল ৯টা পর্যন্ত এ কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৬৩টি। ৪৯ জন পুরুষ এবং ১৪ জন নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোটকেন্দ্রে তেমন ভিড়ও চোখে পড়েনি। পুরুষদের লাইনে ৭-৮ জন দাঁড়িয়ে আছেন। যারা আসছেন, দ্রুত ভোট দিয়ে চলে যেতে পারছেন।

jagonews24ভোটকেন্দ্রর বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল

ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশের একজন কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘কেন্দ্রে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেন্দ্রের ভেতরে ও আশপাশে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভেতরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ দেওয়া হবে না।’

এএএম/এএএইচ/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।