দুই মামলায় গ্রেফতার দেখানো হলো সেই রবিকে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১০:০৬ পিএম, ১০ জানুয়ারি ২০২২
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের নির্বাচনী সমন্বয়ক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর একটি সন্ত্রাস বিরোধী আইন এবং আরেকটি কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা।

সোমবার (১০ জানুয়ারি) রাতে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।

তিনি বলেন, তাকে দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ২০২১ সালে ২৯ মার্চ হেফাজতের হরতালে নাশকতার ঘটনায় এসআই ফিরোজ আলী বাদী হয়ে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন এবং একইদিন এসআই রিপন খন্দকার ডিউটিরত পুলিশের কাজে বাধা দেওয়ায় আরেকটি মামলা করেন।

এর আগে সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়

এসজে/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।